• রাজশাহী বিভাগ

    সিংড়ায় উপজেলা ও পৌর জনপ্রতিনিধিদের মতবিনিময়

      প্রতিনিধি ৭ অক্টোবর ২০২২ , ৩:০৪:৩৪ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

    উন্নত আধুনিক নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তোলার লক্ষ্যে সিংড়া উপজেলা ও পৌরসভার সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকাল ৫ টার সময় নিজ কার্যালয়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই আয়োজন করেন। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, উপজেলা ও পৌরসভার সকল জনপ্রতিনিধির উদ্দেশ্য বলেন,

    জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নে খ্যাতে যদি কোন দলীয় প্রতিনিধি ঘুষ,দূর্নীতি ও অনিয়ম সহ যদি সাধারণ জনগণের সাথে যদি আপনাদের মধ্যে কেউ খারাপ ব্যবহার করে থাকেন আর সেই অভিযোগ যদি আমাকে কেউ দেয় তাহলে সাধারণ জনগণের উপরে রাগ না দেখিয়ে নিজেকে শুধরিয়ে নিবেন। আর যদি মিথ্যা কোন অপবাদ দেয় তাহলে আল্লাহ্ কে বিচার দেন তিনি যেন তাকে হেদায়েত দান করেন।

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ওহিদুর রহমান শেখে’র সভাপতিত্বে,প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব এড.জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ