• রাজশাহী বিভাগ

    সামাজিক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২২ , ২:৪৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া মডেল থানার আয়োজনে
    শনিবার বিকেল ৩ টায় থানা চত্বরে এ মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।উল্লাপাড়া মডেল থানার ওসি (তদন্ত) এনামুল হকের সঞ্চালনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন ।

    এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাত কুমার নন্দী প্রমুখ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি তানভীর ইমাম বলেন, ধর্ম যার যার দেশ সবার। অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে সমাজে সামাজিক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে একসঙ্গে বসবাস করবে। সমাজে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। সামাজিক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    তিনি আরও বলেন, সামনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বজনীন শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবে তারা যেন শান্তিপূর্ণ ভাবে সকল অনুষ্ঠানে যোগ দিতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেন আইন-শৃঙ্খলা বাহিনীকে। কোনভাবেই যেন জংঙ্গিবাদ, মাদক কারবারী ও সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ