• Uncategorized

    সাভারে তুরাগ নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে ৩টি ড্রেজার জব্দ

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২০ , ৪:৩৭:৫২ প্রিন্ট সংস্করণ

    মোঃ নাসির উদ্দিন-আশুলিয়া প্রতিনিধিঃ

    সাভারে তুরাগ নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাটের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করেছে নৌপুলিশ।

    বৃহস্পতিবার সকালে সাভার উপজলোর কাউন্দিয়া ও আশুলিয়ার মড়াগাং এলাকায় তুরাগ নদীতে ড্রেজারগৃলো জব্দ করার পর মালিকদের বিরুদ্ধে পৃথক থানায় মামলা দায়ের করা হয়।

    আশুলিয়া নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ উদ্দিন নেয়াজী বলেন, সাভারের কাউন্দিয়া ও আশুলিয়ার মড়াগাং এলাকায় তুরাগ নদীর সৌন্দর্য বিলীন করে অবৈধভাবে একটি বলগেড থেকে অন্য বলগেডে বালু ভরাট করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করা হয়।

    পরে ড্রেজারগুলোর মালিক রুবেল, জুবায়ের, রাজ্জাক ও রফিকুল ইসলামের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় দু’টি মামলা দায়ের করা হয়। সাভার মডেল থানায় মামলা নাং-৭ ও আশুলিয়া থানায় মামলা নং-৬। মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছে আসামীরা। অবৈধভাবে নদীতে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নৌপুলিশ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ