• Uncategorized

    সাব-রেজিস্ট্রার সফি আকরামুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ১০:৫৩:৫৪ প্রিন্ট সংস্করণ

    সাব-রেজিস্ট্রার সফি আকরামুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাব রেজিস্ট্রার সফি আকরামুজ্জামানের বিরুদ্ধে জমির কাগজপত্র না থাকা সত্ত্বেও জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।

    এ ব্যাপারে ভুক্তভোগী তহিদুল ১৩ জানুয়ারি জেলা প্রশাসক (ঠাকুরগাঁও) বরাবর দীর্ঘদিন যাবৎ ভোগ দখল থাকা সত্ত্বেও জমির মূল মালিক জমি বিক্রয় করতে আসলে অর্থের অভাবে খারিজ করতে না পারা জমি বিক্রয় করতে চাইলে সাব রেজিস্ট্রার তার কাগজপত্র ছাড়া জমি রেজিস্ট্রি করে দিবে না বলে দেয়। ভুক্তভোগী কে নিরুপায় হয়ে বাসায় চলে যেতে হয়।

    অপরদিকে অফিস সময় ব্যতীত মো খালেক ও মতিন উভয় পিতা- মৃত মফিজ মেম্বার সাং- সন্ধারই, আব্বাস আলী-পিতা- মৃত হুসেন আলী কে জমির কাগজপত্র না থাকা সত্বেও সরকারের কর ফাঁকি দিয়ে টাকার বিনিময়ে সাব রেজিস্ট্রার জমির দলিল সম্পাদন করে দেয় এমন অভিযোগ করেন।

    এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার সফি আকরামুজ্জামানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এই দলিল টি দান পত্রে সম্পাদন করা হয়েছে,দানপত্রে অত কাগজ লাগে না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ