• Uncategorized

    সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মাধবপুরে মানববন্ধন

      প্রতিনিধি ১৯ মে ২০২১ , ১:৩০:৫৭ প্রিন্ট সংস্করণ

    আনিসুর রহমান-স্টাফ রিপোর্টারঃ

    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মাধবপুরে মানববন্ধন হয়েছে। মাধবপুর প্রেসক্লাব আয়োজনে আজ বুধবার সকাল ১১টায় দিকে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে।মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিন সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সাব্বির হাসান সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন,আয়ুব খান,যুগ্ন সাধারণ রাজীব দেব রায় রাজু, সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক, সানাউল হক শামীম, বিকাশ বীর, জামাল আবু নাসেরসহ প্রমূখ

    বক্তারা বলেন পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করার কারণেই মিথ্যা অভিযোগ তুলে তাঁকে হেনস্তা করা হয়েছে।মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহিউদ্দিন বলেন, সাংবাদিকদের গলা চেপে ধরে কখনো কলম থামানো যাবে না।মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান বলেন, রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতার দৃষ্টান্ত। তাঁর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দিতে হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ