• Uncategorized

    সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের পবিত্র ঈদ- উল-ফিতরের শুভেচ্ছা

      প্রতিনিধি ১২ মে ২০২১ , ৯:৫৮:৪০ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ

    মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।দীর্ঘ এক মাসের সংযম সাধনার শেষে আনন্দমুখর পরিবেশে উদযাপিত হতে যাচ্ছে ঈদুল ফিতর। ওই দিন সকল ভেদাভেদ দূর করে একে অপরকে বুকে জড়ানোর দিন,সাম্য,সৌহার্দ্য,ভালোবাসা ও মিলনের দিন। রোজা শুধু ইন্দ্রিয়ের কৃচ্ছ্রসাধনা নয়।

    আত্নিক বিশুদ্ধতা অর্জনের পথ দেখিয়ে দেয়।এক মাসের রোজার অবসানে তাই ঈদুল ফিতরের উৎসব কেবল ভোজনের মাধ্যমে ইন্দ্রিয়তৃপ্তি নয়, বরং বিশুদ্ধ আত্না নিয়ে জীবনকে নতুন ভাবে সাজানোর এক অঙ্গীকারের উৎসব । ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সকলের প্রতি সংকীর্ণতা ও ভেদাভেদ দূর করে বয়ে আনুক অটুট বন্ধন ও অনাবিল শান্তি কামনা।
    পবিত্র ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের মাধ্যমে হিংসা, বিদ্বেষ ভূলে প্রীতীর বন্ধনে আবদ্ধ হওয়া। উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের প্রত্যাশায় দৈনিক আলোকিত ৭১ সংবাদের সকল সাংবাদিক ও সর্বস্থরের জনসাধারণসহ দেশবাসীকে জানাই “দৈনিক আলোকিত ৭১ সংবাদ” পরিবারের পক্ষ থে‌কে শুভেচ্ছা ও অভিনন্দন “ঈদ মোবারক।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ