• গণমাধ্যম

    সাংবাদিক মুজাক্কির হত্যার দ্রুত বিচার চায় বিএমএসএফ

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ৪:২৭:১৮ প্রিন্ট সংস্করণ

    তরুন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার আজ একবছর। দ্রুত মামলাটির তদন্ত কাজ শেষ করে বিচার দাবি করেছে বিএমএসএফ। সংগঠনের পক্ষ থেকে মুজাক্কির হত্যার ঘটনা পর্যালোচনা করতে গিয়ে বিএমএসএফ নেতৃবৃন্দ এই দাবি করেন। উল্লেখ্য, গত বছর এই দিনে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামীলীগের দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেঁধে যায়। আর এতে সংবাদ সংগ্রহকালে তরুণ সাহসী সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন।

    মুমূর্ষু অবস্থায় প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন অর্থাৎ ২০ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০টায় ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে মুজাক্কির চলে যান পরপারে।

    বিএমএসএফ’র পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনা এবং প্রকৃত দোষীদের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবী জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর। তিনি নিশ্চিত আশা করে বলেন, মুজাক্কির হত্যার বিচার আমরা দেখবোই। মুজাক্কিরের পরিবারের পক্ষে আজ নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ