• ময়মনসিংহ বিভাগ

    সরিষাবাড়ীতে জন্মনিবন্ধন করলেই গাছ উপহার দিচ্ছেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান মানিক

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২২ , ৪:২১:৩০ প্রিন্ট সংস্করণ

    সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

    জামালপুরের সরিষাবাড়ীতে শিশু জন্ম নেয়ার ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও মৃত্যু হওয়ার ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করলেই উপহার দেয়া হচ্ছে ফলজ গাছের চারা। সঠিক সময়ে সব বাবা-মাকে সন্তানের জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্ভোধন করেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাঃ দিলরুবা আহমেদ।

    এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ফাইজুল ওয়াসিমা নাহাত, প্যানেল চেয়ারম্যান আমির হোসেন মন, ইউপি সদস্য মোবারক আলী, লাল মিয়া, মহিলা ইউপি সদস্য নূরি আক্তার প্রমুখ।

    এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক দেশ প্রতিদিন ২৪ কে বলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অনেক বাবা-মা তাদের সন্তানের জন্ম নিবন্ধনে আগ্রহী হন না। অনেকেই বিষয়টি নিয়ে গাফিলতি করে। অথচ জন্ম নিবন্ধন একটি শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। বিষয়টি জেনেও অনেক অভিভাবক অবহেলা করে। তাই শিশুদের বাবা-মাকে তাদের সন্তানের সঠিক সময়ে সঠিক ভাবে জন্ম নিবন্ধনে উৎসাহিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ