• Uncategorized

    সরনজাই উচ্চ বিদ্যালয় থেকে সাইকেল হারানোর হিড়িক

      প্রতিনিধি ২৩ জুলাই ২০২২ , ৫:৩০:২৭ প্রিন্ট সংস্করণ

    রাজশাহী জেলার তানোর উপজেলার ৪ নং সরনজাই ইউনিয়ন এর সরনজাই উচ্চ বিদ্যালয় থেকে নিয়মিত সাইকেল হারানোর হিড়িক। স্কুলের ভিতর থেকে নিয়মিত সাইকেল হারিয়ে যাচ্ছে কিন্তু কতৃপক্ষের কোন তৎপরতা নেই বলে অভিযোগ করেন সাইকেল হারানো ভুক্তভোগী ও স্থানীয় জনগন। তারা আরও জানান, আজ ১ টি সাইকেল হারিয়েছে শুধু তাই নই বিগত দিনে আরও তিনটি সাইকেল হারিয়ে গেছে এর মধ্যে দুই নং ওয়ার্ড মানিককন্যা গ্রামে মোট তিন টি যার মধ্যে একসপ্তাহে দুই টি ও গত বছর একটি সাইকেল হারিয়েছে এবং সরনজাই কাসারদিঘী গ্রামের একটি সাইকেল হারিয়ে যায়।

    তারপরেও স্কুল কতৃপক্ষের কোন তৎপরতা দেখা যায় নি।
    স্থানীয় ব্যাক্তিরা আরও জানান,তানোর উপজেলা চেয়ারম্যান সরনজাই উচ্চ বিদ্যালয়ে একটি লক্ষ টাকা ব্যায়ে সুদর্শন গেট করে দেই যেটা তানোর উপজেলার কোন স্কুলে নাই, তারপরেও কি করে স্কুলের ভিতর থেকে সাইকেল হারাই, শিক্ষার্থীরা পড়াশোনা করবে না তাদের সাইকেল পাহারা দিবে, এবং স্কুলে যারা কর্মচারী(পিওন) রয়েছেন তাদের কাজ কি, স্কুল চলাকালীন যদি এরকম হয় তাহলে এ দায় কার, এবং কেন কতৃপক্ষরা এর কোন বিহিত করছেনা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ