• বরিশাল বিভাগ

    সরকার সিন্ডিকেটের কাছে মাথা নত করেছে-ইসলামী আন্দোলন বাংলাদেশ

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ২:৪২:০০ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের মানুষ খাদ্য সংকটে ভুগছে। নিত্যপ্রয়োজনীয় পণের দাম আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। বিভিন্ন মিডিয়ার জরিপে উঠে এসেছে, দেশের ৬৮ ভাগ মানুষ খাবার কিনতেই হিমশিম খাচ্ছে। খাবার কিনতে সম্পদ বিক্রি করছে মানুষ। বড় একটি অংশ ঋণ করে চলছে। দেশে দুর্ভিক্ষের আলামত ফুটে উঠেছে। দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাওয়ায় অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। সরকার সিন্ডিকেটের কাছে মাথানত করেছে। ফলে বাজার সিন্ডিকেটের দখলে। তিনি বলেন, সিন্ডিকেট ভাঙ্গতে না পারলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। নিত্যপণ্যের দাম বাড়ার সাথে সাথে তা প্রত্যন্ত অঞ্চলে চলে যায়। কিন্তু দাম কমলে সপ্তাহ পার হয়ে গেলেও বাজারে দাম কমার নির্দেশ পৌঁছে না।

    গতকাল সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত সদস্য কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারি প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ নূর হোসেন, জেলা সভাপতি মাওলানা দীন ইসলাম, মহানগর সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদ। সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য কর্মশালায় থানা নেতৃবৃন্দ এবং থানার আওতাধীন সদস্যগণ অংশ নেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ