• Uncategorized

    সন্ত্রাসীর ছুরিকাঘাতে শ্রমিকের মৃত্যু

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ১:৪১:৩৫ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধি

    সুজানগরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত তজু প্রামানিক (৫০) চর ভবানীপুর গ্রামের ইসহাক আলী প্রামানিকের ছেলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের উপজেলা শাখার সদস্য সচিব ইমন হোসেনের বাবা। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল ইট ভাটায় যাওয়ার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে পাবনার সুজানগর পৌর শহরের সিটি ভবনের পিছনে পৌঁছালে তুফান নামের এক যুবক তজু প্রামানিকের গতিরোধ করে চাঁদা দাবি করে।টাকা দিতে অস্বীকার করলে বখাটে যুবক তুফান তজু প্রামানিক কে এলোপাথাড়ি ছুরিঘাত করে পালিয়ে যায়। তজু প্রামানিক কে বাজারের লোকজন উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। সোমবার উন্নত চিকিৎসার জন্য তজু প্রামানিক কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বখাটে তুফান সহ অজ্ঞাত ৩-৪ জনের নামে সুজানগর থানায় অভিযোগ দায়ের করেন।

    সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান, ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। চর ভবানীপুর ঈদগাহ মাঠে নিহত তজু প্রামানিকের জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজে পাবনা -২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ