• বিনোদন

    সকল প্রস্তুতি নিয়েই শুটিং শুরু করেছি: অরুণা বিশ্বাস

      প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২১ , ১২:১৭:২৯ প্রিন্ট সংস্করণ

    বিনোদন ডেস্কঃ

    ‘ছবিটির প্রায় ৭০ ভাগ শুটিং শেষ হয়েছে। প্রথম লটে আমরা গ্রামের অধ্যায়টির শুটিং করলাম। চলতি মাসের শেষের দিকে ঢাকায় শহুরে অধ্যায়ের কাজ শুরু করবো।’ নিজের নির্মিতব্য চলচ্চিত্রের বর্তমান অবস্থা জানতে চাইলে কথাগুলো বলেন অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস। ‘অসম্ভব’ শিরোনামে সরকারি অনুদানের এই সিনেমাটির প্রথম লটের শুটিং মানিকগঞ্জে শেষ করেছেন তিনি।

    এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সিনেমা মানেই বড় ক্যানভাসের কাজ। সবকিছু একটু খেয়াল করে, সময় নিয়ে গোছাতে হয়। তাই সকল প্রস্তুতি নিয়েই শুটিং শুরু করেছি। সত্যি বলতে, আমি একটি সিনেমা বানাতে চাই। শুধু নির্মাণের জন্য নির্মাণ করতে চাই না। সিনেমাটি দেখার পর যেন দর্শকরা বলতে পারেন একটি ভালো সিনেমা দেখলাম। চেষ্টা করছি সবাইকে পারিবারিক একটি সিনেমা উপহার দেওয়ার।’

    অরুণা বিশ্বাস (ছবিটি অরুণা বিশ্বাসের ফেসবুক থেকে সংগৃহীত)
    তবে সিনেমাটির শুটিং শুরু হলেও এতে কারা অভিনয় করছেন এ নিয়ে এখনই কিছু বলতে চান না অরুণা বিশ্বাস।

    তিনি বলেন, ‘সিনেমাটি মুক্তির আগেই সব বলে দিলে দর্শক আকর্ষণ কমে যায়। এমনিতেই হল সংকটের এই সময়ে দর্শকরা অনেকটাই হলবিমুখ। তার ওপর আগেই সব খোলাসা করে দিলে তারা কী দেখতে হলে আসবে! ধীরে ধীরে সিনেমাটির প্রতিটি বিষয় তাদের সামনে আনতে চাই।’

    এর আগে অভিনয়ের পাশাপাশি বেশকিছু নাটক নির্মাণে দেখা গেছে এই অভিনেত্রীকে। নাটকগুলোও দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। তবে একজন অভিনেত্রী থেকে চলচ্চিত্র নির্মাণ কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নে অরুণা বিশ্বাস বলেন, ‘দেখুন, সিনেমা নির্মাণ অনেক চ্যালেঞ্জিং একটি বিষয় এটা বলার অবকাশ রাখে না। তবে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছি। অভিনয় করতে করতে নিজেকে গুছিয়েছি পরিচালনা করবো বলে। প্রতিনিয়ত শিখছি, শেখার তো শেষ নেই। এর আগে নাটক পরিচালনা করেছি, স্বল্পদৈর্ঘ্য সিনেমা করেছি। এবার সিনেমা পরিচালনা করছি। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করছি। বাকিটা ছবিটি মুক্তির পর দর্শকরা বলবেন।’।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ