• Uncategorized

    শ্রীনগরে প্রধানমন্ত্রী উপহার নির্মিত ঘর পাচ্ছেন ৭০টি ভূমিহীন পরিবার

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ৩:২৮:০২ প্রিন্ট সংস্করণ

    রাত পোহালেই মুন্সীগঞ্জের শ্রীনগরে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরূপ উপজেলার ৭০টি ভূমিহীন পরিবার পাচ্ছেন নির্মিত ঘর। এর আগে “আশ্রয়ণের অধীকার, শেখ হাসিনার উপহার” শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে “ক” শ্রেণির ভূমিহীনদের জন্য এসব ঘর নির্মাণ কাজ শুরু করেন। এরই মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নে নির্মাণাধীন ঘরগুলো উপকারভোগীর কাছে হস্তান্তরের অপেক্ষায় আছে।

    জানা যায়, আজ শনিবার সারা দেশের ন্যায় শ্রীনগরেও এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরেজমিনে দেখা গেছে, উপজেলার রাঢ়িখাল ১৫টি, শ্রীনগর ১০টি, আটপাড়া ১০টি, বাড়ৈখালী ৭টি, হাঁসাড়া ২টি, কুকুটিয়া ৭টি, বাঘড়া ৭টি, ষোলঘর ৫টি ও ভাগ্যকুল ৭টি ঘর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

    এ সময় আটপাড়া এলাকার ভূমিহীন বিধবা ইয়াসমিন বেগম (৫৭) বলেন, রাত পেহালেই মাথা গোঁজার স্থায়ী আবাসন পাচ্ছি। এতাদিন এক পুত্র সন্তান ও পুত্রবধূ নিয়ে অন্যের বাড়িতে বাড়িতে থাকতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি খুশীতে নিজের আনন্দ প্রকাশ করেন তিনি। সবত্রই নির্মিত পাকা ও টেকশই এসব ঘর পাওয়ার অপেক্ষায় পরিবারগুলোর মধ্যে এক ধরনের আনন্দ-উল্লাস বিরাজ করছে।

    শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎতি উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলের তদারকির মাধ্যমে ঘরগুলোর নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হতে যাচ্ছে। ইতিমধ্যেই বেশকিছু ঘর নির্মাণকাজ শেষ হয়েছে। এসব ঘর বিতরণ কর্মসূচির মধ্যে দিয়ে উপকারভোগীদেরকে দলিলসহ অন্যান্য কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে। নিজের সম্পৃক্তার বিষয়টিও স্মরনীয় হয়ে থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ