• Uncategorized

    শ্রীনগরের প্রতিপক্ষের হামলায় আহত-৫

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২১ , ১:২৬:২৮ প্রিন্ট সংস্করণ

    শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫ টার দিকের উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকচি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে আহত রাজু বাড়ই মেঘু সরকারসহ ৮ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।আহত রাজু বাড়ইর অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে রাজু নিজ ঘরে শুয়ে ছিল।   ঐসময় কে বা কাহারা তার ঘরের চালে কযেকটি ঢিল ছুড়লে রাজু বাহির এসে কাউকে না দেখে ঢিল ছুড়ায় গালিগালাজ করে রাস্তায় রফিকের দোকানে যায়। এসময় কোন কথাবার্তা ছাড়াই একই গ্রামের মেঘু সরকার, মৃত মধুর ছেলে জয়, মেঘুর ছেলে সুমন, স্বাধীনের ছেলে পলাশ, ননীর ছেলে বাধন, কুদ্দুসের ছেলে অপু, দেবুর ছেলে সঞ্চয়, ননীর ছেলে বাসারগন তাকে এলোপাথারীভাবে মারপিট করে আহত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে মেঘুগং তাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। রাজু বাড়ই বিষযটি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানাইয়া শুক্রবার বিকেল ৫ টার দিকে  একই এলাকার মৃত মাখন বাসারের বাড়ীতে  শালিশের আয়োজন করে।  রাজুর ছেলে সাগর ঐ মাখনের বাড়ীতে মাখনের যাওয়ার জন্য মনু বাড়ইয়ের বাড়ীর সামনে পৌছামাত্র মেঘু সরকার গংসহ আরো অজ্ঞাত ৮/৯ জন সাগরের পথরোধ করে মেঘুর হুকুমে এলোপাথারী মারপিট করে সাগরকে আহত করে। এসময় সাগরকে রক্ষা করার জন্য প্রতিবেশী বন্ধু ইমরান, মেহেদী, শাহিন এগিয়ে আসলে তাদেরকেও বেধম মারপিট করে গুরুত্বর আহত করে সাগরে একটি মোবাইল সেট নিয়ে যায়। জখমীদের ডাক চিৎকারের আশের পাশের লোক জন এগিয়ে আসলে তারা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন,  অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ