• Uncategorized

    শৈলকুপায় গড়াই নদী ভাঙ্গনে রোধে এলাকাবাসীর মানববন্ধন

      প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ১০:৪৪:৩৮ প্রিন্ট সংস্করণ

    আনোয়ার হোসেন-ঝিনাইদহ প্রতিনিধিঃ

    গড়াই নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন করেছেন এলাকাবাসী।

    শুক্রবার বাদ জুম্মা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়-রিয়া গ্রমবাসী নদী পাড়ে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে অংশ নেয় ওই গ্রমের দুই শতাধিক বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং বাড়িঘর, জমি হারানো ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

    এলাকাবাসীর দাবি, প্রতিবছর গড়াই নদীর অব্যাহত ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে তাদের বসতবাড়ি ও শত শত বিঘা ফসলি জমি। মুছে যেতে বসেছে বড়-রিয়া গ্রামের অস্তিত্ব। ভাঙন রোধে কোন ব্যবস্থা না নেয়ায় ইতোমধ্যে গ্রামটি অনেকাংশেই প্রায় বিলীন হয়ে গেছে।

    গ্রামবাসীর দাবি দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করে বড়-রিয়া গ্রামটিকে বাঁচাতে হবে। এ ছাড়া গড়াই নদীর ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

    ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, জরুরী প্রতিরক্ষা বাঁধ নির্মানের জন্য প্রকল্প চেয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্ধ পেলেই কাজ শুরু করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ