• Uncategorized

    শেরপুর প্লেস কর্তৃক আয়োজিত শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে ৭ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন  

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২১ , ১:৪৯:০৭ প্রিন্ট সংস্করণ

    শেরপুর জেলা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠিত  ও জেলা পুলিশ সুপারের তত্বাবধানে পরিচালিত ‘পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’ শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে ২৩ মার্চ (সোমবার)   সকালে বিদ্যালয়ের হলরুমে  শিক্ষিকা উর্মি রায় এর সঞ্চালনায় পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশনের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ৭ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন। 

    শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে ৭ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার   পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন এর সভাপতি মোঃ হাসান নাহিদ চৌধুরী।

    এসময়অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃ বিল্লাল হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মোহাম্মদ হান্নান মিয়া, ডিআইও (১) জেলা বিশেষ শাখা মোঃ আবুল বাশার মিয়া, প্রশিক্ষক আবু তারেক, মোঃ আনিসুর রহমান, এস.এম আশরাফুল আলম, মোঃ আব্দুল মান্নান, নুর জাহান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে ৭ দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মোঃ হাসান নাহিদ চৌধুরী।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ