• Uncategorized

    শিমুলের সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নতুন সাজে

      প্রতিনিধি ৬ মার্চ ২০২১ , ২:৪৪:৫৮ প্রিন্ট সংস্করণ

    বছর ঘুরে প্রকৃতি তার নানা পরিবর্তন পেরিয়ে আবার সেজেছে নতুন রূপে। ফাগুনের আগুনে মানুষের মন আর প্রকৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বসন্তের রঙ্গ ও রূপে নিজেকে সাজাতে প্রকৃতি এখন মেতে উঠেছে। প্রকৃতি ধারণ করছে রূপলাবণ্যে ভরা মনোহর পরিবেশ।

    ফুলের এমন হাতছানি দিচ্ছে মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রের সীমানা প্রাচীর সংলগ্ন৷ গ্রামঞ্চলে শিমুল গাছগুলো এখন সেজেছে বাহারি রঙের ফুলে। অনেকে আবার ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করছে মিমুল গাছ।

    আমাদের ঋতু বৈচিত্র্যের এসব সৌন্দর্য ধরে রাখতে রক্ষা করতে হবে শিমুল গাছ। মূল্য কম বলে জ্বালানি করার জন্য বিলীন করা যাবে না শিমুল গাছ। সেই সঙ্গে প্রকৃতির সৌন্দর্য এ দায়িত্ব আমাদের প্রত্যেকের।

    ছবি ও প্রতিবেদন মো. তুহিন ফয়েজ ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ