• ধর্ম

    শায়খে চরমোনাই’র ব্যাংক হিসাব তলবের নামে ঘৃন্য ষড়যন্ত্রের কঠোর জবাব দেয়া হবে ।

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ২:৪১:২৩ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী – বরিশাল জেলা প্রতিনিধি –

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই’র ব্যাংক হিসাব তলব করার নামে সরকার যে ঘৃন্য নাটক প্রদর্শন করছে তা শায়খে চরমোনাইর ব্যক্তি ইমেজ ক্ষুন্ন করা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে সরকারের দুরভিসন্ধির প্রমান বহন করে। এই ঘটনা জনমনে এদেশে ইসলাম ও দেশপ্রেম নিয়ে সম্মানজনক ভাবে বেঁচে থাকার ব্যপারে প্রশ্ন উসকে দিয়েছে।আগামী জাতীয় নির্বাচনের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে এসব নীলনকশা সরকারের জন্য হিতে বিপরিত হবে। আজ বুধবার ১২ অক্টোবর বিকেলে ইসলামী যুব আন্দোলন-এর সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ স্বাক্ষরিত ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক প্রেরিত এক জরুরি বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন। বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, হাজারো লুটেরা, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংকগুলোতে চিঠি দিয়ে একজন ধর্মীয় আধ্যাত্মিক ও পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা শায়খে চরমোনাই’র ব্যাংক হিসাব তলব স্পষ্টতর দুরভিসন্ধি ও ষড়যন্ত্র। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি তাদের এই আদেশ প্রত্যাহার করে ক্ষমা না চায় তাহলে এর কঠোর জবাব দেয়া হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, গতকাল বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নামে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে তা জানাতে বলা হয়েছে। পাশাপাশি অ্যাকাউন্টে শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, জমা স্থিতি ও কেওয়াইসিসহ বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সে তথ্যও জানাতে বলা হয়েছে। চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ