• বরিশাল বিভাগ

    শজ্জাশয়ী প্রতিবন্ধীর সম্পদ উদ্ধারের জন্য মানববন্ধন

      প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২২ , ৭:১০:০০ প্রিন্ট সংস্করণ

    মুফতী আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল সদর উপজেলার চরমোনাই ৫নং ইউনিয়নের( সাবেক চেয়ারম্যান) মরহুম আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান শরীফের নাতনি শজ্জাশয়ী প্রতিবন্ধী নাম তার আয়সা বুশরা (২৬) এর নানা কর্তৃক প্রাপ্ত সম্পত্তি বুঝে পাওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন তার নিকট স্বজন এবং শুভাকাঙ্খীরা। মঙ্গলবার ১৫ফেব্রয়ারী সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে ভূক্তভোগীর পরিবারের সদস্য ও এলাকাবাসির ব্যানারে একর্মসূচি পালিত হয়। এ সময় এলাকাবাসি ও পরিবারের সদস্যবৃন্দরা বলেন, ১৯৯৬ সনে মাওঃ আব্দুল মান্নান শরীফের ছোট মেয়ে মোসাঃ নাছিমা বেগম একটি কণ্যা সন্তান প্রসব করে রক্তক্ষরনে কিছুক্ষন পরেই প্রান হারান। তখন পারিবারিকভাবে সিদ্ধান্দমতে বড় খালা ফাতেমা বেগমের নিকট লালিত পালিত হয়। অন্যদিকে নাছিমা বেগমের মৃত্যুর পর তার স্বামী মোঃ আবু ত্বোহা আরেকটি বিবাহ করেন এর পর থেকে তার কণ্যা সন্তানের খোজ-খবর নেয়া একেবারেই বন্ধ করে দেয়। এদিকে পিতা আব্দুল মান্নান শরীফের কন্যা মৃত্যু নাসিমা বেগমের প্রাপ্ত সম্পত্তি তার প্রতিবন্ধী নাতনি আয়শা বুসরাকে বুঝিয়ে দেওয়ার জন্য পরিবারের অন্য সদস্যকে বলেন। ২০১৭ সালে নানা আব্দুল মান্নান শরীফ মারা যাওয়ার পর আয়শার ছোট মামা মাওঃ হাবিবুর রহমান আয়শার সম্পত্তি দখল করে বিভিন্ন স্থপনা নির্মাণ করার পাশাপাশি অণ্য সম্পত্তি আত্বসাৎ করার চেষ্টাও করে যাচ্ছে। এ বিষয়টি চরমোনাই পীর সাহেবকে জানানো হলে তিনি চলতি বসরের ১৪ই জানুয়ারী বিষয়টি ফয়সালা করে আয়শার সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য চরমোনাইর সাবেক চেয়ারম্যান সৈয়দ এছাহাক মোঃ আবুল খায়ের নির্দেশ দেন। পীর সাহেবের আদেশ অমান্য করে আয়শার জমি আত্বসাৎকারী মাওঃ হাবিবুর রহমান জমি বুঝিয়ে দেওয়ার ব্যাপারে বিভিন্ন প্রকার টাল-বাহানার মাধ্যমে দখল করা জমি আত্বসাৎ করার অপচেষ্টা করে যাওয়ার প্রতিবাদে এলাকাবাসি একজোট হয়ে ও ভূক্তভেগী পরিবার আয়শার সম্পতি ফিরে পাওয়ার দাবীতে ও জেলা প্রশাসন সহ থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সু-দৃষ্টি কামনা করেন। মানববন্ধন পালিত হয় আয়শার খালাতো ভাই মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে। এ সময় এলাকাবাসি প্রতিবন্ধী অসহায় আয়শার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন মাওঃ মিজানুর রহমান, কাজী মোঃ সেলিম সিকদার,রফিকুল ইসলাম, মাওঃ রেদোয়ান হোসেন,আশিকুর,রবিউল ইসলাম,মোঃ কামাল মাস্টার ও এমরান হোসেন প্রমুখ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ