• Uncategorized

    লৌহজংয়ে খেলনা পিস্তল ও গাঁজাসহ ভুয়া পুলিশ গ্রেফতার

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২১ , ৪:৩৫:১৮ প্রিন্ট সংস্করণ

    লৌহজংয়ে খেলনা পিস্তল ও গাঁজাসহ ভুয়া পুলিশ গ্রেফতার

    মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভুয়া পুলিশ সদস্য আলামিন (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে খেলনা পিস্তল, আইডিকার্ড, রিফ্লেক্টিভ ভেস্ট, পুলিশ মনোগ্রাম সম্বলিত মাক্স ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গত সোমবার রাত ৯ টার দিকে লৌহজংয়ের ঘোলতলী থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয় এ ভুয়া পুলিশকে। ভুয়া পুলিশ সদস্য আলামিন সিরাজদিখানের হুগলী গ্রামের আবদুল লতিফ শেখের পুত্র।

    লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, গত সোমবার রাতে ঘোলতলীর বসতবাড়িতে গিয়ে এক মহিলার কাছে দুই হাজার টাকা দাবী করে। টাকা না দিলে তার স্বামীকে মাদক মামলায় গ্রেফতার করা হবে। তিনি পুলিশের পরিচয় দেয়। তখন তার কথায় সন্দেহ হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামিনকে গ্রেফতার করে। এবং তার নিকট থেকে খেলনা পিস্তল, আইডিকার্ড, রিফ্লেক্টিভ ভেস্ট, পুলিশ মনোগ্রাম সম্বলিত মাক্স ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করি। এ বিষয়ে লৌহজং থানায় পুলিশের ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজি এবং মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ