• খুলনা বিভাগ

    লোহাগড়ায় ইভটিজিং এর দায়ে কলেজ ছাত্রকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের জেল।

      প্রতিনিধি ৩০ জুলাই ২০২২ , ৭:৫৭:৫৩ প্রিন্ট সংস্করণ

    নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এর অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ইফটিজিং এর দায়ে গ্ৰেফতার কলেজ ছাত্র। অদ্য ৩০ জুলাই ২০২২ তারিখ X নামের ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইতনা গ্রামের জাহাজের মাষ্টার মোশারফ শেখ এর ছেলে মোঃ রিকু শেখ ( ২২) ওই মেয়ে কে মাঝে মাঝে রাস্তায় দাঁড়িয়ে উত্তপ্ত করতো।

    আজ ৩০ জুলাই ২০২২ তারিখ পূর্বের ন্যায় ওই মেয়ে কে উত্তপ্ত করার সময় পুলিশের মুখোমুখি হলে পুলিশ তাদের কে জিজ্ঞাসাবাদ করলে মেয়েটি বলেন এই ছেলেটি আমাকে প্রায় দিন উত্তপ্ত করে এবং আজও আমার পিছু নিয়ে উত্তপ্ত করছে। তখন পুলিশ মোঃ রিকু শেখ কে আটক করে।

    পরবর্তীতে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কক্ষে ওই স্কুল পড়ুয়া মেয়ে ও কলেজ ছাত্রের দিকটা বিবেচনা করে একটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোঃ রিকু শেখ এর জবানবন্দী অনুযায়ী দোষ স্বীকার করায় তাকে প্রেষণামূলক নির্দেশনা প্রদান শেষে মোঃ রিকু শেখ কে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আজগর আলী

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ