• সারাদেশ

    লটারি টিকিট বিক্রির নামে প্রতারণা

      প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৩ , ১০:১০:০৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইল জেলার লোহাগড়া লটারি টিকিট বিক্রির নামে চলছে প্রতারণা, এমন এক প্রতারক চক্রের সন্ধান মিলেছে এর প্রধান রয়েছেন সাজ্জাদ (৩০) পিতা. মোঃপান্নু শেখ গ্রাম নোয়াপাড়া লক্ষীপাশা ইউনিয়ন লোহাগড়া উপজেলায় ভুক্তভোগী সূত্রে জানা যায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বাটকেবাড়িয়া গ্রামে ভ্যান চালক রমজান সরদার (২০) পিতা তয়েব সরদার গত ৭/১/২৩ দুপরের সময় বাড়ীতে খাবার খাওয়ার জন্য আসে।

    তখন প্রতারক সাজ্জাদ তাদেরকে এস.এম.ইলেকট্রনিক নামে একটা লটারি কিনতে বলে তাদেরকে লোভ দেখায় ফ্রিজ টিভি ওভেন এবং দামী ২৫ হাজার টাকার ফোনের লোভ দেখায় পরে ২০০ টাকা লটারি কেনেন পরে একটা ফোন পাই অফারে ৬ হাজার ৭০০ টাকা সেটা কিনে নেন পরে লোকজনকে দেখালে সবাই বলে ওটা পুরতন ফোন এবং কফি কোনো কাগজ পাতি নেই যার বাজার মূল্য আনুমানিক ২০০০ টাকা

    পরে ভুক্তভোগী তাকে বলে ফোন নেবো না তখন সে ফোন ফেরত নিতে রাজি হয় না পরে অনেক বলার পর ৫ হাজার টাকা দেবে বলে ভ্যান চালক বলে আমি অনেক গরীব মানুষ দার করে ও ভ্যান চালিয়ে ফোনটা কিনছি এবং আমাকে তারা প্রতারিত করেছেন এবং তারা এভাবে মানুকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে,এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভ্যানচালক মোঃ রমজান সরদার।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ