• Uncategorized

    লটারির নামে সাধারন মানুষের কাছ থেকে প্রতারণা করে নিয়ে যাচ্ছে লাখ লাখ টাকা!!

      প্রতিনিধি ৬ মার্চ ২০২১ , ৪:৩৬:১২ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার তুলাতলী হসপিটালের সামনে এ চক্রটি দেখা যায়।এরা প্রথম লোভ-লালসা দেখিয়ে ২০০ টাকা করে একটি করে কাড বিক্রি করে এবং যে পন্যটি তার স্ক্যাচ কাডে থাকবে।সেই পন্যটি ১৫০০  টাকা জমা দিয়ে নিতে হবে।পন্য গুলো দেখা যায় সব নিম্ন মানের যার বাজার মূল্য ১০০০থেকে ১২০০টাকা হতে পারে এবং দুই একটি পন্যের দাম বেশি কিন্তুু সেটা লটারিতে পেয়েছে এখন কোন ব্যাক্তির সন্ধান এখনও পাইনি।কোন অনুমোধন ছারাই চালিয়ে যাচ্ছে এব্যাবসা।তাদের কাছে জিজ্ঞেস করলে তারা কোন কাগজ পত্র দেখাতে পারেনি।বিভিন্ন লোকের অজুহাত শুনায়। আমার তাদের কাছে লটারি কিনতে গেলে তারা বিভিন্ন অজুহাত ও লটারির কার্ড নাই বলে, পরর্বতীতে আমরা ওখান থেকে বেরিয়ে আসলে আমাদের চোখে পরে অন্য লোকদের কাছে বিক্রি করছে লটারির কার্ড।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ