• Uncategorized

    লঞ্চে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৩৯

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২১ , ৯:১১:৪১ প্রিন্ট সংস্করণ

    ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। শুক্রবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠির জেলা প্রশাসক জহর আলী এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় লাগা এ আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।

    বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘দগ্ধ ৭০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই নিখোঁজ রয়েছেন। আমাদের পাঁচটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। পুরো লঞ্চটি পুড়ে গেছে।’

    তিনি আরও বলেন, ‘লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। লঞ্চে হাজারখানেক যাত্রী ছিলেন। রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পুরো লঞ্চে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়েছে।’

    লঞ্চ কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শুক্রবার সকালে জানান, ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় পৌঁছালে লঞ্চটিতে আগুন লাগে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ইঞ্জিন কক্ষ থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে।

    ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক জানান, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যাত্রীদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

    ঝালকাঠি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. আমির হোসেন বলেন, ‘দুইশর বেশি যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।’

    আরও খবর

    কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শফিউল বারী বাবুর অকাল মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রদলের গভীর শোক প্রকাশ। 

    র‍্যাব-৮, ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া  ভ্রাম্যমান আদালতে ১৭ হাজার টাকা  জরিমানা।

    বাঁকা পথে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র-ব্যারিস্টার জাকির আহাম্মদ

    রংপুরে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন-(বনপা)”র অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত।

    মতলব উত্তর মোহনপুর  ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজির চাল বিতরণ

    শ্রীনগর ষোলঘরে ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ মোয়াজ্জেম হোসেনের নির্বাচনী প্রচারণা

                       

    জনপ্রিয় সংবাদ