• Uncategorized

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট আটক ৪১ ও মাদকদ্রব্য উদ্ধার

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২১ , ৪:০৮:৪২ প্রিন্ট সংস্করণ

    রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট আটক ৪১ ও মাদকদ্রব্য উদ্ধার

    গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০৪ জন, চন্দ্রিমা থানা-০৯ জন, মতিহার থানা-০২ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০৩ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৫ জন, দামকুড়া থানা-০২ জন ও ডিবি পুলিশ-০৪ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৭ জন গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ আনারুল হক (৫২)কে ৪৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে, (২) মোঃ আরমান আলী (৪০)কে ০৫ গ্রাম হেরোইন সহ আটক করে। চন্দ্রিমা থানা পুলিশ (১) জয়নাল হক ফকির (৪৫)কে ১০ টি গাঁজার গাছ সহ আটক করে, (২) রুম্মন হোসেন সুজন (২৭)কে ২০ গ্রাম হেরোইন সহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ সেরেকুল ইসলাম (৪৫)কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে। পবা থানা পুলিশ (১) রিতা (৩২)কে ১০ গ্রাম গাঁজা সহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ শফিকুল ইসলাম (৪০)কে ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে, (২) মোঃ ইব্রাহিম (২৩), (৩) দুলন আলী (৩২), (৪) আশরাফুল ইসলাম (৩৫)দেরকে ৪০ গ্রাম হেরোইন সহ আটক করে ও ডিবি পুলিশ (১) মেরিনা মেরি (৩৩), (২ মোঃ নাজমুল (২৬)দ্বয়কে ২৫ গ্রাম হেরোইন সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ