• Uncategorized

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক গবেষণার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২১ , ৩:৫৪:৫৩ প্রিন্ট সংস্করণ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক গবেষণার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক গবেষণার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাবির স্যার জগদীশচন্দ্র বসু ভবনে উদ্ভিদবিজ্ঞান বিভাগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বাংলাদেশ তাঁত বোর্ডের মসলিন প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

    সভার পূর্বে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ প্রকল্পের আওতায় গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

    গবেণষা কার্যক্রম পরিদর্শন শেষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ গ্রহণ করা হয়। এখন পর্যন্ত গাজিপুরের কাপাসিয়ায় পাওয়া তুলা থেকে তৈরি সুতা হাই কাউন্টের মুসলিনের শাড়ি তৈরির জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। প্রকল্পটির আওতায় বেশি কিছু মসলিন কাপড়ের শাড়ি উৎপাদন করা হয়েছে।

    আরো উৎপাদন করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা শতভাগ সফল হবো। মুজিববর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে মসলিন শাড়ি উপহার দিবো। আগামীতে বাণিজ্যিকভাবে মসলিন শাড়ি উৎপাদনের প্রচেষ্টা থাকবে।

    এ সময় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গৌরবগাথাঁ বিভিন্ন ঐতিহ্য ফিরেয়ে আনার মাধ্যমে বাংলাদেশকে সম্ভ্রান্ত একটা জায়গায় নিয়ে যাচ্ছেন।

    প্রকল্পের গবেষকদল রাজশাহীতে পরীক্ষামুলকভাবে ফুটি কার্পাস করে গবেষণা করছেন। বাণিজ্যিকভাবে মসলিন শাড়ি তৈরি করা কিছুটা কঠিন। তবে পরীক্ষামুলক কার্যক্রম শেষে রাজশাহীতে বৃহৎ পরিসের ফুটি কার্পাস চাষ ও কারখানা স্থাপন করে বাণিজ্যিকভাবে শাড়ি উৎপাদন কীভাবে করা যায়, সেটি নিয়ে কাজ করা যায়।

    পরিদর্শন শেষে রাবির স্যার জগদীশচন্দ্র বসু ভবনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের কক্ষে ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ শীর্ষক গবেষণার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘মসলিন প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প’ প্রেজেন্ট্রেশন উপস্থাপন করেন প্রকল্প কমিটির সদস্য উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনজুর হোসেন।

    সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি ছিলেন রাসিক মেয়র এ. এইচ.এম খায়রুজ্জামান, রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। সভায় সভাপতিত্ব করেন রাবির উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

    সভায়  প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আনজুম, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ