• Uncategorized

    রাজবাড়ী তে  হত্যা মামলায় যাবৎজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার।

      প্রতিনিধি ২৩ মার্চ ২০২১ , ১:৩৮:০৭ প্রিন্ট সংস্করণ

     

    রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম এম  শাকিলুজ্জামান এর নির্দেশনায় এবং রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব স্বপন কুমার মজুমজার এর সার্বিক তত্বাবধানে সদর থানার এস আই/(নিঃ) হিরন কুমার বিশ্বাস সংগীয় এএসআই/ মোঃ দেলোয়ার হোসেন এবং মহিলা কং/৫৫৪ রোমেনা আক্তার সহ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মাজদিয়ার এলাকা থেকে রাজবাড়ী থানার মামলা নং-১৭ তারিখ-১৯/১২/২০০২ খ্রিঃ ধারা-৩০২/২০১/১০৯/৩৪ পেনাল কোড, যাহা জি, আর মামলা নং-৩৭৩/০২, দায়রা মামলা নং-৭০/০৫ মামলার যাবৎজীবন সাজাপ্রাপ্ত, ১০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ বৎসর বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মমতাজ বেগম কে(৪০),  অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব মোঃ বেলায়েত হোসেন গত ১০/০৮/২০০৮ খ্রিঃ তারিখে অত্র মামলার রায় ঘোষনা করেন।

    উল্লেখ্য যে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা থানাধীন বেগমপুর গ্রামের রবিউল মোল্লার ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী আহম্মদ আলী মোল্লা রাজবাড়ী থানাধীন রামনগর গ্রামস্থ মৃতঃ আঃ হাকিমের কন্যা মমতাজ বেগমকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করে শুশুর বাড়ীতেই স্ত্রী সহ বসবাস করতেন। রামনগর গ্রামের শুশুর বাড়ীতে অবস্থানকালে গত ১১/১২/২০০২ খ্রিঃ তারিখে আহম্মদ আলী মৃত্যু হয়।

    ভাঙ্গারী ব্যবসায়ী আহম্মদ আলী মোল্লার মৃত্যুর ঘটনায় তাহার আপন সহোদর ভাই মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে গত ১৯/১২/২০০২ খ্রিঃ তারিখে রাজবাড়ীর ১ নং আমলী আদালতে মমতাজ বেগম সহ ০৬ জনকে এজাহার নামীয় এবং ৩৫/৩৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন।ঐদিনই বিজ্ঞ আদালতের নির্দেশে রাজবাড়ী থানায় উল্লেখিত মামলা রুজু হয়।মামলা রুজুর পর থেকেই উক্ত আসামী গত ১৮ আঠার বৎসর যাবৎ পলাতক ছিল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ