• ঢাকা বিভাগ

    রাজবাড়ীতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩১ মার্চ ২০২৩ , ১০:৪১:৩১ প্রিন্ট সংস্করণ

    আরিফুল ইসলাম কারীমী-স্টাফ রিপোর্টারঃ

    ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে
    মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১শে মার্চ, শুক্রবার শহরের প্রাণকেন্দ্র পৌর ইংলিশ মার্কেটের ২য় তলায়, সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন; ইসলামী আন্দোলন, রাজবাড়ী জেলার
    সাবেক সভাপতি, আলহাজ্ব নূর মোহাম্মাদ মিয়া, জেলার, বর্তমান সভাপতি, মুফতী শামছুল হুদা, জেলার সিনিয়র সহ-সভাপতি গোলাম কবির মাসুম, সধারণ সম্পাদক
    জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাব্বির হুসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাজবাড়ী জেলা শাখার সভাপতি, আব্দুর রহিম আল-মাহমুদ সুমন, জেলার প্রশিক্ষণ সম্পাদক, মুহাম্মাদ আব্দুল আলিম প্রমূখ;

    উক্ত, আলোচনা সভায় বক্তারা বলেন; মহিমান্বিত পবিত্র মাহে রমাদান গোটা বিশ্বের মানুষের জন্য কল্যাণ। কেননা এ মাসে
    আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি রহমত-বরকত নাজিল করেরন। যার ভাগিদার হোন গোটা সৃষ্টিকুল। কাজেই, এ পবিত্র, রহমত ও বরকতের মাসের মর্যাদা অক্ষুন্ন রাখতে সবারই যথাযথ সচেতন হওয়া উচিৎ। দুঃখজনক! হলেও সত্য যে, আমরা রমজানের মর্যাদা অক্ষুন্ন রাখতে ব্যার্থ হই। এই মহিমান্বিত মাসেও আমরা অন্যায়, জুলুম-অবিচার, পাপাচার
    এহেন ঘৃণ কাজে লিপ্ত হই। ঈদ মার্কেটের নামে, মহিলাদের অর্ধ উলঙ্গ হয়ে অবাধ চলাফেরা, হোটেলগুলিতে খোলামেলা পানাহার,

    দৈনন্দিন পণ্য-সামগ্রীর অনিয়ন্ত্রিত চড়া মূল্য যা জুলুমের শামিল! এমন পরিস্থিতিতে প্রকৃত রোজাদাররা দুর্বিষহে ভোগেন।
    আমরা বারংবার দেখেছি, পবিত্র রমজানের সম্মানার্থে মধ্যপ্রাচ্যের দেশগুলি ব্যাপক লোকশানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয়। কিন্তু আমাদের সোনার দেশের পূজিঁপতিরা রামজান মাস আসলে, দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী করে ফেলে। যা ক্রয় করতে নিম্নবিত্তের নাভিশ্বাস উঠে যায়। এ লুটেরা, ১১ মাসের লোকসান এ মাসে চুকিয়ে নিতে চায়!
    তাই, আসুন আমরা কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে রমজানের মার্যাদা অক্ষুন্ন রাখতে যথাযথ সরব হই।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ