• ঢাকা বিভাগ

    রাজবাড়ি শহরের প্রাণ কেন্দ্র বড়পুল মোড়ে ইসলামী ভাস্কর্য দাবী

      প্রতিনিধি ৩ মে ২০২৩ , ১:৫২:২৫ প্রিন্ট সংস্করণ

    রাজবাড়ি জেলা হলো দক্ষিণ বঙ্গের দরজা। এ জেলার উপর দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াত করে। একারণে এই রাজবাড়ি জেলা অনেক গুরুত্বপুর্ণ। রাজবাড়ি বেশী বড় শহর নয়। তবে এ শহরটি অনেক খানি গোছানো এবং দৃষ্টি নন্দন। আজ পর্যন্ত যত বড় বড় অতিথি রাজবাড়ি এসেছেন, সকলেই এ শহরের ভুয়সী প্রসংসা করেছেন।

    শহরের সব চেয়ে গুরুত্ব পুর্ণ পয়েন্ট হলো “বড় পুল”। এ বড়পুলে ভাস্কর্য স্হাপন হলে শহরের সৌন্দর্য আরো বেড়ে যাবে।
    তবে ভাস্কর্য টি ইসলামী চিন্তা চেতনার হলে সবচেয়ে ভাল হয়। কেননা রাজবাড়ির মানুষ ইসলামী মন মানসিকতার। এখানে অধিকাংশ মানুষ পীর আউলিয়াদের ভক্ত। রাজবাড়ি সদর উপজেলা এবং গোয়ালন্দ উপজেলা, কালু খালি, এবং পাংশার অধিকাংশ মানুষ আলেম উলামা এবং পীর মুর্শিদদের সাথে সম্পর্ক রাখে।

    প্রতি মাসে রাজবাড়ি শহরে পীর সাহেবের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্হিত হয়। তাতে যেন একটা ইসলামী পরিবেশ অনুভুত হয়। এই অবস্হায় রাজবাড়ি শহরের প্রাণ কেন্দ্র বড় পুলে ইসলামী ভাস্কর্য হলে সব চেয়ে ভাল হতো। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আরজ পেশ করছি, বড় পুল মোড়ে ইসলামী ভাস্কর্য স্হাপন করে শহরের সৌন্দর্য আরো বৃদ্ধি করুন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ