• চট্টগ্রাম বিভাগ

    রক্ত দিতে চট্টগ্রাম মেডিকেলে যাত্রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোনার শিক্ষার্থীদের।

      প্রতিনিধি ৫ জুন ২০২২ , ৪:৪৫:৫৮ প্রিন্ট সংস্করণ

    জিরো পয়েন্ট,চবি, রাত ২ টা। চট্টগ্রাম মেডিকেলে শত শত স্বেচ্ছাসেবক “নেগেটিভ রক্তের ডোনার লাগবে” বলে চিৎকার করছে,হঠাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কয়েকশত ডোনার আসে যাদের সবার রক্তের গ্রুপ নেগেটিভ! যে রক্তের জন্য ৭/৮ দিন আগে থেকে খোঁজ করতে হয় সে রক্ত দিতে সিরিয়াল দিতে হচ্ছে! এটাই স্বার্থকতা! আজকের রক্ত ডোনেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডোনাররা ছিলো চোখে পড়ার মতো। ক্যাম্পাস থেকে উদ্যম নিয়ে রক্ত দিতে আসে চবিয়ানরা। এটাই ছাত্র সমাজের মানবিকতা! চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে গর্বিত। মানবিকতায় চবিয়ানরা অগ্রযাত্রায় থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ