• রংপুর বিভাগ

    রংপুরে ❝পথের সাথী❞ সেচ্ছাসেবী সংগঠনে চুরি এবং হুমকির শিকার প্রতিষ্ঠাতা

      প্রতিনিধি ১০ নভেম্বর ২০২২ , ৪:১৭:১৬ প্রিন্ট সংস্করণ

    রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১নং বেতগাড়ি ইউনিয়নে ফুটবল টুনার্মেন্ট কেন্দ্র করে পথের সাথী সেচ্ছাসেবী সংগঠনের অফিসে চুরির ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় পথের সাথী সেচ্ছাসেবী সংগঠনের অফিস থেকে একটি LED TV, ২ টি মাইক, মেশিন ও ব্যাটারি, প্রয়োজনীয় কাগজ পত্র সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল জনসম্মুখে চুরি করেন রাসেদুজ্জামান রাসেল নামের স্থানীয় চোর।

    এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা তরিকুজ্জামান তোহা বলেন, গত মাসখানেক ধরে সংগঠনের নামে একটি ফুটবল খেলা চলছিলো। এলাকার কিছু উশৃংখল-নেশা খোর ছেলে আমাদের কাছে চাদা দাবি করে। আমরা সেই চাদা না দেওয়া আজ রাসেদুজ্জামান রাসেল তার দলবল নিয়ে আমাদের সংগঠন থেকে সব কিছু লুটপাট করে নিয়ে যায়। এবং ফোন দিয়ে হুমকি দিছে।

    উক্ত ইউনিয়নের দায়িত্বাধীন বিট পুলিশিং কর্মকর্তা এসআই জৈনক বাবু বলেন, পথের সাথী সেচ্ছাসেবী সংগঠন থেকে চুরির ঘটনা আমাকে মৌখিক জানানো হয়েছে। থানায় লেখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নিবো আমরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ