• Uncategorized

    রংপুরে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী সেরা করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান।

      প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৫:১৬:৩১ প্রিন্ট সংস্করণ

    রংপুর নগরীতে কর অঞ্চল ট্যাক্স কার্ড প্রাপ্ত করদাতা এবং রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানকারী সেরা করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান উপলক্ষে সম্মাননা অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। Zoom Apps এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা এর মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করে।বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কর ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।ট্যাক্স কার্ড, সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদান কারী এবং তরুণ ও মহিলা করদাতারা হলেন,  আবুল কাশেম বুড়িমারী পাটগ্রাম লালমনিরহাট , মনজুর আহমেদ ধাপ হাজীপাড়া, ইয়ামিন রসূল চৌধুরী জি এল রায় রোড কামাল কাছনা,  মোসাদ্দেক হোসেন ধাপ হাজীপাড়া, এ কে এম মোজাম্মেল হক, মাহতাব উদ্দিন হাড়িপট্টি রোড, গুলনাহার ইসলাম পপি ফায়ার সার্ভিস মোড় জি এল রায় রোড, তৌহিদ হোসেন জি এল রায় রোড সকলেই রংপুর সিটি কর্পোরেশন, আলহাজ্ব তোফাজ্জল হোসেন এর বৈধ উত্তরাধিকারী মোঃ শফিকুল ইসলাম সারাই হারাগাছ কাউনিয়া, মাহমুদুন নবী বড় আলমপুর পীরগঞ্জ, আলহাজ্ব মাহমুদার রহমান সারাই হারাগাছ কাউনিয়া, শফিকুল ইসলাম ভরসা সারাই হারাগাছ কাউনিয়া, আতাউর রহমান তরফদার রামচন্দ্রপাড়া চৌধুরানী পীরগাছা, লিপি খান ভরসা সারাই হারাগাছ কাউনিয়া, নাজিরুল ইসলাম মায়াবাজার হারাগাছ কাউনিয়া কাউনিয়া সকলের জেলা রংপুর।উক্ত সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন বলেন, “আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দিবো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যেক  উদ্যোক্তাকে নিয়মিত কর প্রদান করতে হবে। সঠিকভাবে সঠিক সময়ে কর প্রদান করলে সরকার রাজস্ব পাবে। দেশ আরো দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাবে।তরুণ উদ্যোক্তা তৌহিদ হোসেন বলেন, আমি একজন তরুণ উদ্যোক্তা, আমার মতো যারা কম   বয়সে আছে তারা যদি উদ্যোক্তা হয় সমাজ আরো এগিয়ে যাবে। আমার চাওয়া সমাজের প্রত্যেক কম বয়সী মানুষকে ব্যবসা-বাণিজ্য করে ভালো উদ্যোক্তা হয়ে নিয়মিত কর প্রদান করে। দেশকে উন্নয়নের জন্য সহযোগিতা করে  সামনের দিকে এগিয়ে যেতে পারি।

    মহিলা উদ্যোক্তা গুলনাহার ইসলাম পপি বলেন,  আমি একজন নারী, নারী হিসেবে আমি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি। নিজে সফল উদ্যোক্তা হয়ে সরকারকে নিয়মিত কর প্রদান করছি। তাই সমাজের সকল নারীদের কাছে আমার প্রত্যাশা। সবাই এগিয়ে আসুন ভালো উদ্যোক্তা হন।  এটাই আমার চাওয়াউক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কর অঞ্চল অফিসের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ