• Uncategorized

    রংপুরের বাজারে উচ্চ মূল্যে সিগারেট বিক্রির বন্ধে অভিযান।

      প্রতিনিধি ৮ জুলাই ২০২০ , ৮:২০:১১ প্রিন্ট সংস্করণ

    শরিফা বেগম শিউলী-রংপুর প্রতিনিধিঃ

    রংপুর মহানগরীতে উচ্চ মূল্যে সিগারেট বিক্রি বন্ধের অzভিযানে নেমেছে প্রশাসন।

    গতকাল (০৭ জুলাই, ২০২০) মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মহানগরীতে বেশ কয়েকটি জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।

    স্থানীয় ভোক্তা সাধারণের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রশাসন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো  বাংলাদেশ এর উৎপাদিত সিগারেট (বেনসন & হেজেস) নির্ধারিত মূল্য ১৪ টাকায় বিক্রি না করে ১৫ টাকায় বিক্রি করায় মহানগরীর নুরপুর ব্রিজের জাহিদুল স্টোর, ডুগডুগীর বাজারের প্রদীপ স্টোর ও সিটি বাজারে হোটেলপট্টিতে রফিকুল স্টোরে অভিযান চালান। এ সময় দোকান মালিক তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নির্ধারিত মূল্যে সিগারেট  বিক্রি করবেন বলে স্থানীয় বাজার সমিতির প্রতিনিধির উপস্থিতিতে মুচলেকা প্রদান করেন।

    এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বাংলাদেশ,এর পরিবেশক শাইরিন এন্টারপ্রাইজ রংপুরের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাদিম আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বাজেট পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে অতিরিক্ত মুনাফা লাভের আশায় ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে বেশি দামে বিক্রি করে আসছে।

    তিনি আরোও বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ সব সময় ভোক্তা ও বিক্রেতার উভয়ের স্বার্থ বিবেচনা করে ব্যবসা পরিচালনা করে এবং শাইরিন এন্টারপ্রাইজ রংপুরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রতিনিয়ত  বাজারে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন বলে তিনি জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ