• ময়মনসিংহ বিভাগ

    ময়মনসিংহ বাসী অতিষ্ঠ এই রমজানে অতিরিক্ত লোড শেডিংয়ে।

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২২ , ৬:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ

    সাইফুল ইসলাম (আকাশ-ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি :

    ময়মনসিংহ জেলায় এই রমজানে শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং।রমজানের প্রথম দিন থেকেই শুরু ময়মনসিংহ জেলার সব কয়টা উপজেলায় অকল্পনীয় বিদ্যুতের লোডশেডিং।
    এমন সময় যনজীবনে ভোগান্তির কোনো শেষ নেই।বিশেষ করে তারাবির সময়।এবং সেহেরীর সময় বিদ্যুত থাকে না।এই গরমে যেমন কষ্টের মাধ্যমে তারাবির নামাজ আদায় করতে হয় মুসলিদের। আবার খাবার খেতে হয় মোমবাতি অথবা সেই পুরোনো হারিকেন জালিয়ে।এমন অবস্থায় বিদ্যুত লোডশেডিং কমাতে সকল উচ্চপদস্থ ব্যক্তিদের ও বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের প্রতি জেলা বাসির অনুরোধ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ