• ময়মনসিংহ বিভাগ

    ময়মনসিংহে কম মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং করেন।

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২২ , ৪:২৯:৫২ প্রিন্ট সংস্করণ

    আকাশ।ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:

    ময়মনসিংহে টিসিবি’র পণ্যের আওতায় আসছেন ৩ লাখ পরিবার। রবিবার থেকে উপজেলা ও সিটি করপোরেশনের ওয়ার্ডে স্পট নির্ধারণ করে ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। আর এ কার্যক্রম সফল করতে সার্বিক প্রস্তুতিও নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৯ মার্চ ২০২২)ইং সকালে জেলা প্রশাসকের কার্যালয়,এর সম্মেলনকক্ষে পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার নিম্ন আয়ের মানুষের নিকট কম মূল্যে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

    উক্ত প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ।এ সময় জেলা প্রশাসক এনামুল হক বলেন আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে টিসিবি’র পণ্য বিতরণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বদা সচেতন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ