• Uncategorized

    ময়মনসিংহের পাগলা থানার ইমাম হত্যার রহস্য উদঘাটন, ঘাতক ২জন গ্রেফতার।

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৪:২৯:৩৪ প্রিন্ট সংস্করণ

    গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।

    ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মোঃ ফজলে রাব্বি সাহেবের নেতৃত্বে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জ জনাব মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) এর পরিকল্পনায় ময়মনসিংহ পাগলা থানার ইমাম হত্যার রহস্য উদঘাটন, ঘাতক ২জন গ্রেফতার।

    জানা গেছে গত ১৯ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে এশার নামাজ পড়িয়ে বাড়ী ফেরার পথে কতিপয় অজ্ঞাত দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে ময়মনসিংহ গফরগাঁওয়ের পাগলা উপজেলায় ইমামকে হত্যা করে।  এ ঘটনার পর পাগলা থানার মামলা নং-৯ তারিখ- ২০/০৯/২০২০ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

    এরই ধারাবাহিতায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী অভিযান পরিচালনা করে হত্যার সাথে যুক্ত সিরাজ শেখ ও সুজন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। ইমাম হত্যার ঘাতকদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে, গ্রেফতারকৃত আসামী সিরাজ আলোচিত ইমাম হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দেয়। আসামী সিরাজ বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

    এ ঘটনায় মৃত হাফেজ মাওলানা অাজিম উদ্দিনের স্ত্রী মোছাঃ বিলকিছ বানু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। জনতে পারি গ্রেফতারকৃত আসামী ঘাতক সিরাজ শেখ ও সুজন মিয়া দুজনেরই বাড়ী পাগলা থানার অললী ও সাধুয়া গ্রামেই বসবাস করতেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ