• Uncategorized

    মৌলভীবাজারের জুড়ীতে খুনের কয়েক ঘন্টার মধ্যে খুনি পানিকা (২২) গ্রেফতার।

      প্রতিনিধি ২৪ মার্চ ২০২১ , ১২:৩৩:৫২ প্রিন্ট সংস্করণ

    মৌলভীবাজারের জুড়ী সাগরনাল চা বাগানে গরু চরানোকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র ধারালো দা দিয়ে কুঁপিয়ে মনাপাশী(২০) নামে এক রাখাল যুবকের হত্যাকারী অমরজিৎ পানিকা (২২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    আজ বুধবার (২৪ মার্চ ) গভীর রাতে তাকে গ্রেফতার করেছে জুড়ি থানা পুলিশ।

    প্রসঙ্গতঃ সাগরনাল চা বাগানের বড় লাইনের বাসিন্দা শংকর পাশীর পুত্র মনা পাশী(২০) মঙ্গলবার বিকালে ৩ নং সেকশনে গরু ছেড়ে দেয়। সেকশনের ভিতরে গরু চড়ানো নিষেধ এবং সেটা প্রতিহত করার জন্য ১ নং নতুনটিলা এলাকার শ্রীকুমার পানিকার পুত্র বাগানের পাহারাদার (বাঘাল) অমরজিৎ পানিকা (২২) গরু রাখাল মনা পাশী কে বাধা দেয়ার এক পর্যায়ে গালি গালাজ শুরু হয়। শেষ পর্যায়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক বেড়ে গিয়ে পানিকার হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দা দিয়ে মনার গলায় কয়েকটি কুপ দিলে অতিরিক্ত রক্তপাত ঘঠে ঘটনাস্থলেই সে মারা যায়।

    গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন আসামীকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ