• খেলা

    মেসির সঙ্গে পাল্লা দেওয়া গর্বের’

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ২:৩৭:৫৯ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্ক

    সবশেষ ব্যালন ডি’অর দৌড়ে মেসির সঙ্গে ছিলেন পোল্যান্ডের তারকা রবার্ট লেভানডফস্কি। কিন্তু সবাইকে ছাড়িয়ে রেকর্ড সপ্তমবার ব্যালন ডি’অর জিতে নেন আর্জেন্টাইন তারকা মেসি।
    নিজের ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন পূরণ না হলেও আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে ওই মুহূর্তের সাক্ষী হতে পেরে দারুণ রোমাঞ্চিত লেভানডফস্কি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে লেভা জানান, ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসির কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। সেগুলো ফাঁকা বুলি ছিল না। এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি মুহূর্ত।
    ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভাষাগত সমস্যার কারণে পাশে বসেও মেসির সঙ্গে বেশি কথা বলা হয়নি লেভার। তিনি বলেন, আমি মেসির সঙ্গে সরাসরি খুব কম কথাই বলেছি। কারণ আমি স্প্যানিশ ভাষা খুব ভালো পারি না। এমবাপ্পেকে ইংরেজিতে বলেছি। সে এটা মেসিকে অনুবাদ করে দিয়েছে। সব মিলিয়ে রাতটা দারুণ ছিল।
    তিনি আরও বলেন, ব্যালন ডি’অর না জেতায় খারাপ লেগেছে সেটা অস্বীকার করতে পারব না। মেসির মতো তারকার সঙ্গে পাল্লা দেওয়া গর্বের বিষয়। এটা প্রমাণ করে, আমি নিজেকে কোন পর্যায়ে নিয়ে গেছি। মেসির মতো ফুটবলারের কাছ থেকে আমি আন্তরিকতা আশা করেছিলাম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ