• Uncategorized

    মুন্সীগঞ্জ শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৪শ’ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার

      প্রতিনিধি ৫ মার্চ ২০২১ , ২:০৬:৪৭ প্রিন্ট সংস্করণ

    মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৪০০ কেজি ওজনের বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ উদ্ধার করেছে লৌহজং কোষ্টগার্ড ও মৎস্য অফিদপ্তর। যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

    লৌহজং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতার্ মো. আসাদুজ্জামান আসাদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া কোষ্টগার্ডের সহযোগিতায় শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে এসএ ট্র্যাভেলস্ পরিবহন বাসের যাত্রীদের মালামাল রাখার বাক্স তল্লাশি করে ১ হাজার ৪০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি আটক করি। তবে জেলিযুক্ত চিংড়ি মাছের পাচারকারী কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে শুক্রবার দুপুরে বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ পদ্মার চরে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

    এর আগে গত মঙ্গলবার রাতে বাগেরহাটের মোংলা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৫২০ কেজি ওজনের জেলিযুক্ত চিংড়ি আটক করে মাওয়া নৌপুলিশ। এ নিয়ে দুই দিনের ব্যবধাণে শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ৯২০ কেজি জেলিযুক্তি চিংড়ি উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ