• Uncategorized

    মুন্সীগঞ্জে লকডাউনে বাড়ী ও দোকান ভাড়া মওকুফ করতে মালিকদের প্রতি আহবান ভাড়াটিয়াদের

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২১ , ৩:৩৫:০৪ প্রিন্ট সংস্করণ

    এম,এ কাইয়ুম-মাইজভান্ডারি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

    করোনাকালীন দ্বিতীয় ঢেউয়ে কঠোর লকডাউনে মানবিক কারনে বাড়ী ও দোকান ভাড়া মওকুফ করতে মালিকদের প্রতি আহবান জানিয়েছে শ্রীনগর উপজেলার বাড়ী ও দোকান ভাড়াটিয়ারা।

    চলতি এপ্রিল মাসের শুরু থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক মাসব্যাপী লক ডাউন চলছে। এমতাবস্থায় সারা বাংলাদেশের ন্যায় শ্রীনগর উপজেলার বাজারের ব্যবসায়ীরাও অর্থনৈতিক ভাবে চরম সংকটে রয়েছেন। দোকান পাঠ বন্ধ থাকলেও পরিবারের বাজার খরছ, কর্মচারী বেতন, বিদ্যুৎ বিল ও দোকানের ও বাড়ীর মাসিক ভাড়া পরিশোধের জন্য হিমসিম খেতে হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের।

    তাই মানবিক দিক বিবেচনায় চলতি মাসের বাড়ী ও দোকান ভাড়া মওকুফ করার জন্য সকল বাড়ীওয়ালা, মার্কেট ও দোকান মালিকদের প্রতি আহবান জানিয়েছে শ্রীনগর উপজেলা ব্যবসায়ী।এছাড়া অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ শ্রীনগর বাজারের সাধারণ ব্যবসায়ীদেরকে বিশেষ প্রণোদনার আওতায় এনে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ