• Uncategorized

    “মুজিব বর্ষের মহানায়ক”-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৬ অক্টোবর ২০২০ , ৩:৩৪:২৪ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ- মুজিব বর্ষের মহানায়ক…….
    লেখকঃ শিহাব আহম্মেদ

    শেখ মুজিব তুমি সোনার বাংলা গড়ার কারিগর
    ইতিহাসের রাখাল রাজা জাতির গর্ব অহঙ্কার,
    তোমার ডাকে ঐক্যবদ্ধ হয়েছিল ৭ কোটি বাঙ্গালী
    বাংলায় হেমিলনের বাঁশিওয়ালা দুর্দিনের কান্ডারী।
    এ বিজয়কে রাখবো সমুন্নত এই হোক অঙ্গিকার।

    ২৬ মার্চ থেকে শুরু হয় ৯মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ
    ত্রিশলক্ষ শহীদ তাজা রক্ত দিয়েছে তোমার ডাকে,
    হানাদার পাকিস্তানবাহিনী করলো যে আত্মসমর্পণ,
    বাংলাদেশ প্রতিষ্ঠালাভ করলো স্বাধীন সার্বভৌমত্ব।

    মুক্তিকামী জনতা প্রায় খালি হাতে দাঁড়িয়েছিল রুখে,
    জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল পাষাণ বেঁধে বুকে;
    তোমার ৭ মার্চের ভাষণ থেকে পেলো রসদ মুক্তি চোখে,
    ভুলবেনা সেই দুঃসাহসী কথা মুক্তিযোদ্ধারা কখনো মুখে

    বঙ্গবন্ধু তোমার মহাগর্জনে অর্জিত হয়েছে স্বাধীনতা;
    জীবন উৎসর্গ করে উপহার দিয়েছে লালসবুজ পতাকা,
    এনেছে ৫৬হাজার বর্গ মাইলের স্বাধীন বাংলার সীমানা
    মুক্তিযুদ্ধে বিজয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের নিশানা।

    মুজিব বর্ষে বাংলার ঘরে ঘরে নতুন করে স্লোগান হোক
    রুখতে হবে সকল বঞ্চনা, সৃষ্টি করতে হবে গণশক্তি,
    শেখ মুজিবের মহানেতৃত্বে অর্জিত আজকের এ বিজয়,
    সকলে মিলে গড়বো দেশ, মানবো না কোনো পরাজয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ