• Uncategorized

    মা ও ভাইয়ের পর চিকিৎসাধীন অবস্হায় মারা গেলেন মঈনুল:

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ৪:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ

    ফারুক আহমদ-সিলেট প্রতিনিধি;

    গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ওয়ারিছ আলীর স্ত্রী দিলারা বেগম ও তার পুত্র মঈনুল ইসলামের মৃত্যুর পর এবার মারা গেছেন অগ্নিদগ্ধ আরেক ছেলে ফয়সল আহমদ (২৩)।শনিবার ৩রা এপ্রিল দিবাগত রাত ১ ঘটিকার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।”এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৮ মার্চ ফয়সলের মা দিলারা বেগম এবং ৩০ মার্চ তার ভাই মঈনুল ইসলাম (২৬) মারা যান।

    উল্লেখ্য: বিগত ২২ মার্চ দিবাগত রাতে বসতঘরের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে এতে অগ্নিদগ্ধ হন ফয়সল আহমদ, তার মা দিলারা বেগম ও ভাই মঈনুল ইসলাম। এসময় তাদেরকে উদ্ধার এবং আগুণ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন মঈনুল ইসলামের পিতা ওয়ারিছ আলী এবং প্রতিবেশী নাঈম আহমদ ও কামরান মিয়া। ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য অগ্নিগদ্ধ দিলারা বেগম, মঈনুল ইসলাম ও ফয়সল আহমদকে তাৎক্ষনিক ভাবে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে মৃত্যু হয় দিলারা বেগম, মঈনুল ইসলাম ও ফয়সল আহমদের।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ