• Uncategorized

    মাধবপুরে ৫ টি চা বাগানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরন।

      প্রতিনিধি ৭ মার্চ ২০২১ , ৪:১০:৫৩ প্রিন্ট সংস্করণ

    মাধবপুর উপজেলার শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্দোগে উপজেলার ৫টি চা বাগানের ক্ষুদ্র জাতিসত্ত্বা নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান এবং দুঃস্থ,অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সাদাছড়ি বিতরন করা হয়।উক্ত বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এম,পি।

    ০৭ মার্চ বিকাল ৪.৩০ ঘটিকায় মাধবপুর উপজেলা শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে মোট ২৮০ জন নৃ-গোষ্ঠীর মাঝে চার হাজার ও ১০ জন শিক্ষার্থীদের মাঝে দশ হাজার করে আর্থিক অনুদান প্রদান করা হয় এবং প্রতিবন্ধীদের মাঝে ১৫টি হুইল চেয়ার ও ১৫টি সাদাছড়ি প্রদান করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাহবুব আলী বলেন, ৭ই মার্চের ভাষনের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়।তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে,দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।পদ্মা সেতু থেকে শুরু করে দেশের বৃহত্তর উদ্যোগগুলো আজ বাস্তবে পরিনত হয়েছে।ঢাকা-সিলেট মহাসড়ক আজ ৬ লেনে উন্নিত হচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশ হিসেবে পরিনত হবে।এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃআলী আশরাফ, মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃআতিকুর রহমান আতিক,মাধবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান,২নং ইউ/পি চেয়ারম্যান আপন মিয়া,৪নং ইউ/পি চেয়ারম্যান ফারুক পাঠান,৩নং ইউ/পি আরিফ মিয়া,কৃষকলীগ নেতা জামাল উদ্দিন,উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক উজ্জ্বল পাঠান,প্রমুখ।উক্ত বিতরন অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান মিজান ও ইকবাল হোসেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ