• Uncategorized

    মাঝ সমু‌দ্রে জাহাজের ই‌ঞ্জিন বিকল, ৪০০ পর্যটক আটকা । আলোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২১ , ১:১৭:১৩ প্রিন্ট সংস্করণ

    সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে কর্ণফুলী নামের একটি জাহাজের ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রের মাঝে আটকা পড়েছে।
    কতৃপক্ষ জানিয়েছে এই জাহাজে প্রায় ৪০০ এর মত যাত্রি রয়েছে।
    জাহাজটি উদ্ধারের জন্য একটি টিম কাজ করছে এবং
    খাবার পাঠানোর ব্যাবস্থা করছে কতৃপক্ষ। জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে।
    বিষয়টি নিশ্চিত করে ট্যুর অপারেটর আহমদ বলেন, সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন জাহাজের নাবিক আমাদের বার্তা পাঠান যে তারা মাঝ সমুদ্রে আটকে গেছেন। সঙ্গে সঙ্গে আমরা এ খবরটি চারদিকে ছড়িয়ে দেই। আমাদের ট্যুর অপারেটর থেকে যাত্রীদের নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখান থেকে একটি টিম সেখানে যাচ্ছে।

    অভিযোগ রয়েছে গত ২৭ ডিসেম্বর এ জাহাজটি একইভাবে মাঝ সমুদ্রে বিকল হয়ে গিয়েছিল। এ ঘটনায় পর্যটকরা অভিযোগ জানালেও এর কোনো সুরহা হয়নি। ফের একদিন পর আবার একই ঘটনা ঘটল।

    তবে ট্যুর অপারেটরের সা. সম্পাদক বলেন, জাহাজটি সোনাদিয়া মহেশখালি চ্যানেলের কাছাকাছি রয়েছে। এটি ইঞ্জিন বিকলের জন্য নয়, সমুদ্রের চরে আটকা পড়েছে।

    আইএসএইচ/ওএফ

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ