• জনপদ

    মহাসড়কে যানবাহনের চাপ,হাটিকুমরুলে থেমে থেমে যানজট

      প্রতিনিধি ৩০ এপ্রিল ২০২২ , ১:২৩:০৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। মহাসড়কটির সরু স্থানগুলিতে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। শনিবার (৩০ এপ্রিল) ভোর থেকে মহাসড়ক ঘুরে এ চিত্র দেখা যায়।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী ও হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে। চার লেনে উন্নীতকরণ কাজ চলমান থাকা মহাসড়কটির মুলিবাড়ি, কড্ডা, ঝাঐল ওভারব্রিজ, কোনাবাড়ি, পাচলিয়া এলাকায় রাস্তা সরু হওয়ায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে ওই পয়েন্টগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে যে যেভাবে পারছে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে উত্তর ও দক্ষিণবঙ্গে ফিরছে মানুষ। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে বাড়ি ফিরছেন তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ