• খেলা

    মহাদেবপুরে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১:১৪:২০ প্রিন্ট সংস্করণ

    এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধি

    নওগাঁর মহাদেবপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ এর সহযোগিতায় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিশু-কিশোরদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে ছেলেদের ও মেয়েদের পৃথক ইভেন্টে ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েকটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
    দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
    ইউনিসেফ এর জেলা প্রতিনিধি, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সায়েম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক তরফদার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক ফণী ভূষণ, নাহিদ রায়হান ও শারিরীক শিক্ষক শাহিনুর রহমান।
    প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থী এ এম নাবিদ জামান ও কৃষ্ণা রানী বর্মন শ্রেষ্ঠ শিশু-কিশোর নির্বাচিত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ