• রাজশাহী বিভাগ

    মহাদেবপুরে কৃত্রিম সার সংকটের পাঁয়তারা

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২২ , ১২:২৮:৪২ প্রিন্ট সংস্করণ

    নওগাঁর মহাদেবপুরে এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীরা কৃত্রিম সার সংকটের পাঁয়তারা করছেন এমনি অভিযোগ উপজেলা কৃষি অফিসার বাবু অরুণ চন্দ্র রায়ের । শস্যভান্ডার হিসাবে খ্যাত নওগাঁর মহাদেবপুর উপজেলা। এই উপজেলার ধান চাল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এখানকার মানুষ কৃষির উপর নির্ভরশীল।

    কৃষি অফিসার বাবু অরুণ চন্দ্র রায় বলেন,চলতি মৌসুমে রোপা আমন ধান ২৮হাজার ৪শ’৫০হেক্টর জমিতে চাষ করা হয়েছে এবং উপজেলায় ১২জন ডিলার নিয়োজিত রয়েছেন। আমাদের কৃষি অধিদপ্তর সব সময় ওইসব ডিলারদের উপর নজরদারি করছেন এবং কিছু খুচরা ব্যবসায়ীরা সারের দাম বেশী নিলেও ভ্রাম্যমাণ অব্যহত রয়েছে।তিনি বলেন,যেসব ডিলার এবং খুচরা দোকানীরা মজুদ বা সারের দাম বেশী নিলে তাৎক্ষণিক আমাদের জানালে ভ্রাম্যমাণের আওতায় আানা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ