• আইন ও আদালত

    ময়মনসিংহে বিসকায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

      প্রতিনিধি ২৬ মে ২০২৩ , ১০:৩২:৫৮ প্রিন্ট সংস্করণ

    শিবলী সাদিক খানঃ

    গত মঙ্গলবার (২৩ মে) রাতের অন্ধকারে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে অনুমান ৩ লাখ টাকার মাছের ক্ষতি সাধন করেছে। তারাকান্দা উপজেলায় বিসকা হাজীবাড়ী ৯৬ শতাংশ ভূমির উপর এজমালি পুকুরের দেশীয় প্রজাতির রুই, কাতলা, সরপুটি, তেলাপিয়া, সিভারকাপ, বাউস, কারফু, শিং, কই, ইত্যাদি মাছ চাষ করিয়া আব্দুল মালেক, গোলাম মোস্তফা, আব্দুল রারেক, কুদ্দুস, আব্দুল খালেক, আব্দুল আজিজ, মজিদ, শফিকুল, বাবুল, মন্নাজ, আবু কালামদের পরিবারের লোকজন হিস্যা অনুসারে ভোগদখল করিয়া জীবিকা নির্বাহ করিয়া আসিতেছে।

    অভিযোগ সূত্রে জানা যায় এই পুকুর সংলগ্ন পাড়ে হিম্মত আলী ও সাম্মত আলীর ৬ শতাংশ জমি থাকায় আদালতে পক্ষদ্বয়ের মধ্যে মামলা চলমান রয়েছে। হিম্মত আলীর দুই ছেলে লেয়াকত আলী, আয়াত আলীর প্রতিহিংসার শিকার হয়েছে পুকুরে ছুটে চলা মাছগুলো। বুধবার সকালে পুকুরের মাছ গুলো মরে ভেসে উঠতে থাকিলে সকলের নজরে আসে কে বা কাহারবা পরিকল্পিত ভাবে ক্ষতির উদ্দেশ্য নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।

    লেয়াকত আলী ও আয়াত আলীকে পুকুরের এজমালি শরিক আব্দুল মালেক সহ সঙ্গীয়রা জিজ্ঞাসা করিলে তারা উত্তেজিত হয়ে খুন জখমের ভয় ভীতি দেখিয়ে বলে “আমরা মাছের ভাগ পাই না কাউকে মাছ খেতে দিব না” এসকল কথায় পুকুর মালিকদের ধারণা এরাই পুকুরে বিষ প্রয়োগ করে মাছ গুলোর ক্ষতিসাধন করেছে। এব্যাপারে বৃহস্পতিবার তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ