• Uncategorized

    মতলব উত্তর জহিরাবাদে ঐতিহ্যবাহী  ওয়াটার পোলো ২০২০ খেলা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২০ , ১১:১৮:১৪ প্রিন্ট সংস্করণ

    মো.তুহিন ফয়েজ:

    মতলব উত্তর জহিরাবাদে ঐতিহ্যবাহী ১৫ তম  ওয়াটার পোলো ২০২০ খেলা অনুষ্ঠিত হয়েছে৷

    ২ আগস্ট শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়নের খলিল মোল্লিকের  পুকুরে শিপন মোল্লিক,রাসেল মোল্লিক ও আনোয়ার হোসেন প্রধানের  আয়োজনে  অনুষ্ঠিত ওয়াটার পোলো খেলায় মুসলিম  একাদশ ২- ০  শূন্য গোলে  হিন্দু একাদশ  কে হারিয়ে চ্যম্পিয়ন ট্রপি অর্জন করেন ৷ রেপারীর দায়িত্ব পালন করেন, মোঃ আনোয়ার হেসেন,সহকারী রেপারী এনায়েত উল্লাহ গাজী ৷

    মোঃ নজির আহম্মেদ মাস্টারের  সঞ্চালনায়  ও আব্দুল সাত্তার মল্লিকের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহনকৃত সকল খেলোওয়ারদের মাঝে পুরুস্কার ও নগদ অর্থ  তুলেদেন বিশিস্ট শিল্পপতি ও সমাজসেবক  আলহাজ্ব মুক্তার হোসেন গাজী, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক গঠনের জন্য বিশাল ভূমিকা রাখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই।

    মন মানসিকতা অত্যন্ত সুন্দর ভালো থাকে সামাজিক অপরাধ থেকে দূরে থাকা যায়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার ক্রিয়া বান্ধব সরকার। তাই আমাদের প্রত্যেকের ছেলে-মেয়ে খেলাধুলায় অংশগ্রহণ করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, তোমরা যারা তরুণ তোমরাই দেশের ভবিষ্যত। তোমাদের পাশে আমি আছি, থাকবো সব সময়। তোমাদেরকে সহযোগিতা করে যাব। সর্বশেষ যারা এই খেলার আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন মোল্লিক, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বিশিস্ট ব্যবসায়ী মোঃ সাক্তার, খেলা আয়োজন কমিটির আহব্বায়ক  শাখাওয়াত মোল্লিক,জহিরাবাদ ইউনিয়ন  যুবলীগের সভাপতি স্বপন মোল্লিক,ছাত্রলীগের সভাপতি  শিপন মোল্লিক ৷

    খেলায় মুসলিম একাদশে অংশ গ্রহন করেন, রাসেল মিয়া অধিনায়ক, শহিদুল্লা মোল্লিক,আলআমিন,রাসেল,বিপ্লব,জাহিদ,মনির,আনোয়ার,নিজামউদ্দিন,মন্জুর আহাম্মদ,মজিব,আলী ইসলাম,নাঈম,জাহাঙ্গীর,মমিন আলী,মোহাম্নদ হোসেন,কোচঃ মহসিন খান, ম্যানাজার জাপর উল্লাহ মোল্লিক,

    হিন্দু একাদশে অংশ গ্রহন করেন, অধিনায়ক রতন, সহ অধিনায়ক মনতুস,পাপন, রঞ্জন, মিঠুন, দিপক, রিপন,রঞ্জিত, জয় চক্র,সুজন চক্র,সাগর চক্র,জীবন চক্র, ও বিপ্লব চক্র ।

    হাজার হাজার দর্শক ওয়াটার পোলো খেলা উপভোগ করেছেন এসময় জাপর মোল্লিক,নেয়ামত উল্লা মুন্সি সহ জহিরাবাদ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও ভিবিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ