• Uncategorized

    মতলব উত্তরে প্রাথমিক তালিকায় ২শত ইঞ্জিন চালিত ট্রলার 

      প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ১১:০০:২৮ প্রিন্ট সংস্করণ

     

    সরকারের  রাজস্ব খাত হিসেবে যুক্ত হচ্ছে ইঞ্জিন চালিত ট্রলার ৷ সারা দেশের ন্যায় মতলব উত্তরেও চলছে নিবন্ধন কাজ ৷ছোট-বড়, নদীতে খেয়া পারা-পার ও মালামাল বহনকৃত ইঞ্জিন চালিত  ট্রলারের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে ৷ ট্রলার তৈরি ও চলাচলের সরকারী কোন সুনিদিস্ট উল্লেখ যোগ্য নিয়ম কানুন না থাকায় যে যেবাভে পারছে ইঞ্জিন চালিত ট্রলার তৈরি করে  যুগযুগ ধরে যাত্রী পারাপার ও মালামাল বহন করে অর্থ উপার্জন করে আসছে ৷ আর সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব ৷

    ছোট বড় সকল ইঞ্জিন চালিত ট্রলার নিবন্ধন করে  সরকারী একটি সুনিদিস্ট নীতিমালায় নিয়ে আসলে এ খাত থেকে বছরে মোটা অংকের রাজস্ব আদয় সম্ভব ৷এ লক্ষেই  সারা দেশের ন্যায়  মতলব উত্তরেও চলছে ইঞ্জিন চালিত ট্রলারের নিবন্ধন কাজ ৷

    গত ৯ ফেব্রুয়ারী ২০২১ইং তারিখ থেকে  ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত  মতলব উত্তরে মোট ২০০ শত ইঞ্জিন চালিত  ছোট-বড়  ট্রলারের নিবন্ধন করা  হয়েছে ৷  নিবন্ধন কাজে নিয়জিত  চাঁদপুরের বিআই ডব্লিউটিএর ট্রাফিক সুপার ভাইজার আজাদ হোসেন ও সাদেকুর রহমান  জানান, আমরা গত ৯ ফেব্রুয়ারী  থেকে মতলব উত্তর  উপজেলায়   ইঞ্জিন চালিত ট্রলারের নিবন্ধন  কাজ করছি প্রাথমিকভাবে নিবন্ধিত ইঞ্জিন চালিত ট্রলারের  পুর্নাঙ্গ তালিকা জমা দেওয়ার পর উর্ধতন কর্তৃপক্ষ রাজস্ব আদায়ের পরবর্তি কাজ  শুরু করবেন  বলে তারা জানান ৷

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ